মুক্তিযুদ্ধে রেডিও
Original price was: 440.00৳ .330.00৳ Current price is: 330.00৳ .মুক্তিযুদ্ধের সময় বেতার ছিল গণমানুষের একমাত্র গণমাধ্যম, যার মাধ্যমে গণমানব পেত অভূতপূর্ব সাহস, উদ্দীপনা, অনুপ্রেরণা, শক্তি, ভরসার এক দৈববাণী। অনেকেই মুক্তিযুদ্ধে বেতারকে অন্যতম অস্ত্র হিসেবে আখ্যায়িত করেন। সশস্ত্র সংগ্রামের মতো বেতার ছিল আরেক রণাঙ্গন। জনমতের প্রতিফলনে ও জনমত সৃষ্টিতে বেতারের ভূমিকা অনস্বীকার্য। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে তো কেউ কেউ বলেন ‘মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট’ কিংবা রণাঙ্গনের ‘দ্বাদশ সেক্টর’। আর স্বাধীন বাংলা বেতারের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের বলা হয় ‘শব্দসৈনিক’ বা ‘কণ্ঠসৈনিক’।