মুক্ত আসর ও চেতনায় বীরাঙ্গনা ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছে ‘মুক্তিযোদ্ধা দম্পতির গল্প’ শীর্ষক সম্মাননা প্রদান ও আলোচনার অনুষ্ঠান। আজ বিকেলে সাড়ে ৩টায় ঢাকার উত্তর বাসাবোর সবুজবাগ মুক্তিযোদ্ধা সংসদ থানা কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সেই সময়ের দিনগুলোর কথা বলবেন মুক্তিযোদ্ধা দম্পতি ড. মোহাঃ মাহমুদুর রহমান, অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম, গাজী আজিজুল হক বকুল ও গাজী আমিনা বেগম। এছাড়া অনুষ্ঠানের উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা সংসদ সবুজবাগ থানা কমান্ডার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ, ড. মোঃ শাহ আলম. মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ, চেতনা বীরাঙ্গনা ফাউন্ডেশনের পরিচালক শেখ রাজ্জাকসহ প্রমুখ।